How to Create a Free Blogger Website? Complete Tutorial in Bangla

Learn how to create a free Blogger website, add pages, design layouts, set up custom domains, and publish posts. A complete step-by-step tutorial for
Blogger Tutorial Thumbnail

✅ কীভাবে Blogger Website তৈরি করবেন? একদম বাংলা টিউটোরিয়াল

আজকের টিউটোরিয়ালে শিখতে চলেছি কীভাবে ফ্রি Blogger Website তৈরি করবেন, পেজ Add করবেন, Layout সাজাবেন, Custom Domain বসাবেন, এবং পোস্ট করতে পারবেন একদম সহজভাবে। নতুন ইউজাররাও যেন বুঝতে পারে, সেইভাবে লিখছি। চল শুরু করি!

🌟 কেন Blogger ব্যবহার করবেন?

  • একদম ফ্রি প্ল্যাটফর্ম
  • Google এর সার্ভারে হোস্ট হয়, তাই সিকিউর
  • ডোমেইন সহজেই কাস্টমাইজ করা যায়
  • পোস্ট করতে সহজ, মোবাইল বা কম্পিউটার দুইতেই
  • SEO ফ্রেন্ডলি এবং গুগলে দ্রুত ইনডেক্স হয়

✅ Blogger সাইট তৈরির ধাপসমূহ (Step by Step)

  1. Blogger.com এ যাও: www.blogger.com
  2. Google Account দিয়ে সাইন ইন করো। না থাকলে আগে Google Account খুলে নাও।
  3. Dashboard এ Create New Blog বা New Blog বাটনে ক্লিক করো।
  4. একটি সুন্দর Blog এর নাম লিখো। যেমন:
    • এমাদুলের টেক ব্লগ
    • Emadul's Tech Blog
  5. Blog Address বা URL লিখো। যেমন: emadulai.blogspot.com
  6. পছন্দের Theme সিলেক্ট করো। চাইলে পরেও পরিবর্তন করতে পারবে।
  7. Create Blog চাপলে তোমার সাইট তৈরি হয়ে যাবে!

✍️ কীভাবে নতুন পোস্ট লিখতে হবে?

  1. Dashboard থেকে New Post এ ক্লিক করো।
  2. Post Title লেখো। যেমন: VPN কীভাবে ডাউনলোড করবেন?
  3. পোস্টের কনটেন্ট লিখো। ছবি, লিঙ্ক, টেবিল ইত্যাদি Add করতে পারো।
  4. ছবি দিতে চাইলে Toolbar থেকে Insert Image ক্লিক করো।
  5. ভিডিও দিতে চাইলে Insert Video বাটন ব্যবহার করো।
  6. সব কিছু লিখে Publish চাপলে পোস্ট তৈরি!

📄 কীভাবে Page Add করবেন?

  1. Dashboard থেকে Pages এ ক্লিক করো।
  2. New Page বা Create New Page এ ক্লিক করো।
  3. Page এর Title লেখো। যেমন:
    • About Us
    • Contact
    • Privacy Policy
  4. কনটেন্ট লিখো এবং Publish করো। ব্যস, Page তৈরি!

🎨 Layout কীভাবে সাজাবেন?

  1. Dashboard থেকে Layout এ ক্লিক করো।
  2. যেখানে Widget বসাতে চাও, সেখানে Add a Gadget এ ক্লিক করো।
  3. Widget সিলেক্ট করো, যেমন:
    • HTML/JavaScript – নিজের কোড বসানোর জন্য
    • Label – Category দেখানোর জন্য
    • Search Box – সার্চ সুবিধার জন্য
    • Popular Posts – জনপ্রিয় পোস্ট দেখানোর জন্য
  4. Save করো। Layout সাজানো হয়ে যাবে!
  5. যদি কোনো Widget সরাতে চাও, Remove চাপো।
  6. Drag & Drop করে Widget এর স্থান পরিবর্তন করতে পারো।

🌐 কীভাবে Custom Domain Add করবে?

  1. Dashboard → Settings → Publishing → Custom domain এ যাও।
  2. ডোমেইন লিখো, যেমন: www.emadul.com
  3. DNS Settings Blogger থেকে কপি করে ডোমেইনে বসাও।
  4. Save করো। কিছু সময় পরেই কাজ করবে।

✅ Blogger Dashboard এর সব মেনুর কাজ কীভাবে করবে?

📝 Posts:
এখান থেকে নতুন পোস্ট লিখতে পারবে, Edit করতে পারবে, Delete করতে পারবে। Draft বা Publish সব পোস্ট এখানেই থাকবে।
📊 Stats:
কতজন ভিজিটর এসেছে, কোন পোস্ট বেশি দেখা হচ্ছে, কোন দেশের থেকে ট্রাফিক আসছে – সব জানতে পারবে।
💬 Comments:
ব্লগের কমেন্টগুলো ম্যানেজ করতে পারবে। কোন কমেন্ট Approve করবে, কোনটা Delete করবে – সব এখান থেকে হবে।
💰 Earnings:
Google AdSense যুক্ত করতে চাইলে এখানে সেটিংস করতে হবে। ইনকাম এবং পেমেন্ট সম্পর্কিত তথ্যও এখানেই দেখতে পাবে।
📄 Pages:
About Us, Contact, Privacy Policy এর মতো Static পেজ তৈরি করবে এখান থেকে।
🎨 Layout:
ওয়েবসাইটের ডিজাইন সাজাবে। যেখানে যেখানে Widget বসাতে চাও, Add a Gadget এ ক্লিক করে সেট করতে পারবে।
🎭 Theme:
ব্লগের পুরো লুক পরিবর্তন করবে এখান থেকে। অন্য থিম সিলেক্ট করতে পারো, বা নিজে Custom CSS বা HTML Edit করতে পারবে।
⚙️ Settings:
ব্লগের নাম, Description, Custom Domain, SEO Settings, Privacy ইত্যাদি সব সেটিংস এখান থেকে করবে।
📚 Reading List:
যদি অন্য ব্লগ Follow করো, তাদের Latest Post এখানেই দেখতে পারবে।
💡 TIP: Dashboard এর সব মেনু একবার ঘুরে ঘুরে দেখলে, Blogger অনেক সহজ হয়ে যাবে!
💡 TIP: Blogger একদম Beginners-এর জন্য Perfect। কোনো টাকা লাগে না, আর Google Hosting হওয়ায় Website খুব দ্রুত Load হয়।
এই ছিল Blogger Website তৈরি, পেজ Add করা, Layout সাজানো, Custom Domain বসানো এবং পোস্ট করার একদম পূর্ণাঙ্গ বাংলা টিউটোরিয়াল। আশা করি, সব বুঝতে পেরেছ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাও!

About the author

Emadul Tarafdar
Hello guys! My name is Emadul Tarafdar. If you enjoy my content, feel free to follow me on my social media links. Thanks so much for your support! facebookthreadsyoutubeinstagramtelegram

Post a Comment